আল্লাহ্ মুসলমান দের জন্য ৫ ওয়াক্ত নামাজ ফরয করেছেন।
পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য বাধ্যতা মূলক, ৫ ওয়াক্ত নামযে ১৭ রাকাত ফরয নামায রয়েছে। এ নামায আদাই না করলে অনেক আল্লাহ্ অনেক বড় শাস্তির ঘোষণা করেছেন। যা, প্রতি রাকাত নামাযের জন্য এক লক্ষ ৮৮ হাজার বছর জাহান্নাম এ থাকা লাগবে। তা হলে যদি পাঁচ ওয়াক্ত নামায না পড়লে কত দিন জাহান্নামে থাকতে হবে। ভাবলেও গাঁ শির শির করে ওঠে।
এখন থেকে আমরা প্রতি ওয়াক্ত নামায আদাই করব।
তাহলে আল্লাহ্ আমাদের প্রতি অনেক খুশী হবে।
0 comments:
Post a Comment