যে ব্যক্তি এ নামসমূহ মুখস্ত করবে ও জিকির করবে আল্লাহ তা'য়ালা তাকে জান্নাত প্রদান করবেন। যারা প্রতিদিন অন্তত একবার নামসমূহ পাঠ করবে তার আয়ের ব্যবস্থা হবে, অভাব থাকবে না। সর্বদা সর্বক্ষেত্রে জিকির করলে অধিক ছওয়াব পাওয়া যাবে এবং লোক সমাজেও তার ইজ্জত-সন্মান বৃদ্ধি পাবে।
নামসমূহ
- আল্রাহ তা'য়ালার জাতি নাম বা আসল নাম : ইয়া আল্লাহু
- আল্রাহ তা'য়ালার ছিফাতি বা গুণের নাম ৯৯ টি
আল্লাহর নাম সমূ |
- "ইয়া রাহ্মানু" অর্থ : হে দয়ালু অনুগ্রহকারী।
- "ইয়া রাহীমু" অর্থ : হে পরম দয়াময়দাতা।
- "ইয়া মালিকু" অর্থ : হে মালিক, বাদশাহ্, প্রভু।
- "ইয়া মুমিনু" অর্থ : হে নিরাপত্তা দাতা।
- "ইয়া মুহাইমীনু" অর্থ : হে রক্ষক, সত্যসাক্ষী।
- "ইয়া আজীজু" অর্থ : হে পরাক্রমশালীি।
- "ইয়া জাব্বারু" অর্থ : হে ক্ষমতাশালী।
- "ইয়া মুতাকাব্বিরু" অর্থ : হে গৌরবান্বিত, হে মাহাত্ম্যশীল।
- "ইয়া সালামু" অর্থ : হে শাস্তিদাতা।
- "ইয়া খালিকু" অর্থ : হে সৃষ্টিকর্তা।
- "ইয়া বারিউ" অর্থ : হে মু্ক্তিদাতা, উদ্ভাবনকর্তা।
- "ইয়া মুছওয়্যিরু" অর্থ : হে আকৃতি অম্কনকারী, গঠনকারী।
- "ইয়া গাফ্ফারু" অর্থ : হে অপরাদ ক্ষমাকারী।
- "ইয়া কাহাহারু" অর্থ : হে মাহা শাস্তিদাতা।
- "ইয়া ওয়াহ্হাবু" অর্থ : হে পুরস্কারদাতা।
- "ইয়া রাযযাকু" অর্থ : হে রিজিকদাতা, অন্নদাতা।
- "ইয়া ফাত্তাহু: অর্থ : হে প্রশস্তকারী।
- "ইয়া আলীমু" অর্থ : হে মহাজ্ঞানী।
- "ইয়া কাবিদু" অর্থ : হে আয়ত্তকারী।
- "ইয়া বাসিতু" অর্থ হে প্রসারকারী।
- "ইয়া খাফিদু" অর্থ : হে রোধকারী।
- "ইয়া রাফিউ" অর্থ : হে উন্নতি প্রদানকারী।
- "ইয়া মুয়িয্যু" অর্থ : হে সন্মানদাতা।
- "ইয়া মুযিল্লু" অর্থ : হে জিল্লত দানকারী, হীনকারী।
- "ইয়া সমিউ" অর্থ : হে শ্রবণকারী।
- "ইয়া বাসীরু" অর্থ : হে প্রদর্শনকারী।
- "ইয়া হাকামু" অর্থ : হে আদেশ প্রদানকারী।
- "ইয়া আদ্লু" অর্থ : হে ন্যয় বিচারক।
- "ইয়া লাতীফু" অর্থ : হে কোমলান্ত করুণাময়।
- "ইয়া খাবিরু" অর্থ : হে সর্বজ্ঞানময়।
- "ইয়া হালীমু" অর্থ : হে ধৈর্যশীল, স্থিতিশীল, অচঞ্চল।
- "ইয়া আযীমু" অর্থ : হে মহান উন্নত।
- "ইয়া গাফূরু" অর্থ : হে ক্ষমাশীল।
- "ইয়া শাকূরু" অর্থ : কৃতজ্ঞতা পছন্দকারী।
- "ইয়া আলিয়্যু" অর্থ : হে উন্নত।
- "ইয়া কাবীরু" অর্থ : হে গৌরবান্বিত।
- "ইয়া হাফীযু" অর্থ : হে রক্ষাকর্তা।
- "ইয়া মুকীতু" অর্থ : শক্তিদাতা।
- "ইয়া হাছীবু" অর্থ : হে হিসাব গ্রহণকারী।
- "ইয়া জালীলু" অর্থ : হে মহিমান্বিত।
- "ইয়া খালিলু" অর্থ : হে প্রিয় বন্ধু।
- "ইয়া কারীমু" অর্থ : হে অনুগ্রহকারী।
- "ইয়া রাকীবু" অর্থ : হে প্রহরী।
- "ইয়া মুজীবু" অর্থ : হে প্রার্থনা গ্রহণকারী।
- "ইয়া ওয়াসিউ" অর্থ : হে প্রশস্তকারী, বিস্তারকারী।
- "ইয়া হাকিমু" অর্থ : হে মহাজ্ঞানী।
- "ইয়া ওয়াদু-দু" অর্থ : হে শ্রেষ্ঠ বন্ধু।
- "ইয়া মাজীদু" অর্থ : হে মহিমান্বিত।
- "ইয়া বায়িছু" অর্থ : হে পুনরুথানকারী।
- "ইয়া শহীদু: অর্থ : হে সাক্ষী! (প্রত্যেক কাজের)।
- "ইয়া হাক্কু" অর্থ : হে সত্যস্বরূপ।
- "ইয়া ওয়াকীলু" অর্থ : কার্যকারক।
- "ইয়া ক্বাওয়ীউ" অর্থ : হে শক্তিশালী।
- "ইয়া মাতীনু" অর্থ : হে দৃঢ়, অটল।
- "ইয়া ওয়ালিইউ" অর্থ : হে বন্ধু, সাহায্যকারী, অভিভাবক।
- "ইয়া হামীদু" অর্থ : হে প্রশংসিত।
- "ইয়া মুহছিউ" অর্থ : হে সর্বজ্ঞানী।
- "ইয়া মুবদিউ" অর্থ : হে প্রথম সৃজনকারী।
- "ইয়া মুঈদু" অর্থ : হে প্রত্যাবর্তনকারী।
- "ইয়া মুহ্ঈ" অর্থ : হে জীবনদাতা।
- "ইয়া মুমীতু" অর্থ : হে মৃত্যুদাতা।
- "ইয়া হাইয়্যু" অর্থ : হে চিরজীবীি।
- "ইয়া কাইয়্যূমু" অর্থ : হে চিরস্থায়ী।
- "ইয়া ওয়াজিদু" অর্থ : হে সর্ববিষয় ইচ্ছা করা মাত্র হওয়ার অধিকারী।
- "ইয়া মাজিদু" অর্থ : হে গৌরবময়।
- "ইয়া ওয়াহিদু" অর্থ : হে অদ্বিতীয়।
- " ইয়া আহাদু" অর্থ : হে একক, একমাত্র আল্লাহ।
- "ইয়া ছমাদু" অর্থ : হে অপ্রত্যাশী, অভাবহীন, স্বনির্ভর, স্বয়ংস্মপূর্ণ।
- "ইয়া ক্বাদিরু" অর্থ : হে সর্বশক্তিমান।
- "ইয়া মুক্তাদিরু" অর্থ : হে শক্তির আধার।
- "ইয়া মুয়াখখিরু" অর্থ : হে পশ্চাদ্বর্তীকারী, সর্বশেষ।
- "ইয়া আউয়ালু" অর্থ : হে আদি, প্রথম।
- "ইয়া আখিরু" অর্থ : হে অনন্ত।
- "ইয়া যাহিরু" অর্থ : হে প্রকাশ্য (অনন্ত কুদরতের ভিতর দিয়ে)।
- "ইয়া বাতিনু" অর্থ : হে অপ্রকাশ্য, গোপন, (চর্ম চক্ষুর অন্তরালে)।
- "ইয়া মুকাদ্দিমু" অর্থ : হে শুরু, প্রথম।
- "ইয়া বাররু" অর্থ : হে শান্তিদাতা, মঙ্গলদাতা।
- "ইয়া তাউয়াবু" অর্থ : হে ক্ষমাকারী, প্রার্থনা মঞ্জুরকারী।
- "ইয়া আফুওয়্যু" অর্থ : হে ক্ষমাকারী।
- "ইয়া নূরু" অর্থ : হে আলোর অধিকারী, জ্যোতি।
- "ইয়া গানিয়্যু" অর্থ : হে ধনী, সম্পদশালী, ভ্রূক্ষেপহীন।
- "ইয়া মুগানিয়্যু" অর্থ : হে ধনী বানানে ওয়ালা, অভাব মোচনকারী।
- "ইয়া হাদীয়্যু" অর্থ : হে পথপ্রদর্শনকারী।
- "ইয়া বাদীয়ু" অর্থ : সর্বপ্রথম সৃষ্টিকারী।
- "ইয়া মা-নিউ" অর্থ : হে নিষেধকারী, নিবারক।
- "ইয়া বাকিউ" অর্থ : হে অনন্ত, সর্বদা বিরাজমান।
- "ইয়া ওয়ারিছু" অর্থ : হে স্বত্বাধিকারী।
- "ইয়া রাশীদু" অর্থ : হে সত পথপ্রদর্শক।
- "ইয়া ছাবুরু" অর্থ : হে ধৈর্যশীল।
- "ইয়া ছদিকু" অর্থ : হে সত্যবাদী্।
- "ইয়া সুক্সিতু" অর্থ : হে ন্যায়পরায়ণ।
- "ইয়া রাউফু" অর্থ : হে অত্যন্ত কৃপাশীল, অন্তরিক বন্ধু।
- "ইয়া সাত্তারু" অর্থ : হে দোষ গোপনকারী।
- "ইয়া রাব্বু" অর্থ : হে প্রতিপালক।
- "ইয়া নাফিউ" অর্থ : হে সুফলদাতা।
- "ইয়া দ্বাররু" অর্থ : হে বিপদদাতা।
- "ইয়া মুতিউ" অর্থ : হে দাতা।
- "ইয়া জ্বামিউ" অর্থ : হে একত্রকারী।
- "ইয়া কুদ্দুসু" অর্থ : হে পবিত্র।
- islam
thank you
ReplyDeleteইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। আমিন
ReplyDelete