• পেশাব-পায়খানার সময কথা বলিতে নাই। 
  • অকারণে কাশিবে না।
  • কোরআনের আয়াত বা হাদীসের টুক্‌রা বা অন্য কোন তা'যীমের উপযুক্ত কালাম পাঠ করিতে নাই।
  • আল্লাহ্‌র নাম, রসূলের নাম বা অন্য কোন পয়গম্বরের নাম, ফেরেশ্‌তার নাম বা কোরআনের আয়াত বা হাদীসের টুকরা বা অন্য দোয়া কালাম লিখিত কোন জিনিস পেশাব-পায়খানার সময় সঙ্গে রাখিবে না। অবশ্য যদি কাপড়ে মোড়ান, তাবীযে ঢাকা, জোবের মধ্যে থাকে, তবে মকরুহ্‌ হইবে না।
  • াকারণে শুইয়া বা দাড়াইয়া পেশাব-পাযখানা করা মাক্‌রূহ।
  • যরুরত অপেক্ষা অধিক উলঙ্গ হইয়া বা একেবারে উলঙ্গ হইয়া পেশাব-পায়খানা করা মকরূহ। ডান হাত দ্বারা এস্তেঞ্জা অর্থাৎ পাক করা মকরূহ্‌।

0 comments:

Post a Comment