মানুষ বেচে থাকার জন্য টাকা পয়সা সম্পদের প্রয়জন হয়ে থাকে। সম্পদ ছাড়া
মানুষ কখন ও কিছু ভাবতে পারে না। যার যে টুকু সম্বদ আছে সে তার সেটা নিয়ে
গর্ব করে থাকে। যার একটু সম্পদ আছে সে আরও একটু সম্পদ আশা করে। কিন্তু কোন
ব্যক্তি ভাবে
না পৃথিবীটা খনিকের জন্য। কিছু দিনের পৃথীবি তে সকলে ধন সম্পদ
টাকা পয়সা নিয়ে চিন্তা করে। কেউ আখিরাতের কথা ভাবে না। আবার কেউ চিন্তা ও
করে না যে এই সকল সম্পদের মালিক সে নয়। এই সকল সম্পদের মালিক আল্লাহ।
আল্লাহ যে কেউ কে যেকোন সম্পদ দান করতে পারেন আবার সেটা কেড়ে ও নিতে পারেন।
মিছে সম্পদের মোহে সকলে নানা রকম খারপ কাজে লিপ্ত হয়। আল্রাহ সম্পদ না
দিলে কেউ সম্পদের মালিক হতে পারে না। আবার যে কোন সময় আল্লাহ সম্পদ কেড়ে
নিয়ে যেতে পারেন। তাই আল্লাহ সকল সম্পদের মালিক কোন ব্যক্তি নয়। সম্পদের
মালিক আল্রাহ, আল্লাহ যাকে সম্পদ দান করবেন সে সম্পদের মালিক হবেন আর যাকে
দান করবেন না সে হবেন না। আল্রাহর এই সম্পদ নিয়ে কারর বড়াই করা ঠিক না।
আল্লাহ যেমন সম্পদ দান করতে পারেন তেমন কেড়ে ও নিতে পারেন। তাই আমদের
আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহর ইবাদাত করতে হবে। তাহলে আল্লাহ
আমাদের উপর খুশি হয়ে আমাদের কে সম্পদ দান করবেন।
Home
»
»Unlabelled
» সম্পদ........................।।।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment