যে জন্ম গ্রহণ করেছে তার মৃত্যু অপরিহার্য। সকল জিবের মৃত্যু বরন করতে হবে। মৃত্যুর আগের জীবন হল দুনিয়ার জীবন আর পরের জীবন হল আখিরাতের জীবন। আকিরাতের জীবন অনন্ত কালের জন্য। দুনিয়ার জীবন মৃত্যু প্রজন্ত সীমাবদ্ধ। আর আখিরাতের জীবন মৃত্যুর পর থেকে শুরু হয়ে অনন্ত কালের জন্য। এই অনন্ত কালের জীবন রচিত হয় দুনিয়ার জীবন এর উপর ভিত্তি করে। দুনিয়াতে মানুস যে কাজ করে তার ফল সরুপ আখিরাতের জীবন দান করা হয়। ভাল কাজ এর জন্য জান্নাত এর খারাপ কাজ এর জন্য জাহান্নাম প্রদান করা হয়। ভাল কাজের উপহার সরুপ জান্নাত এর খারাপ কাজ এর জন্য জাহান্নাম। জান্নাত অনেক শান্তির জায়গা আর জাহান্নম অনেক কষ্টের। আখিরাতে জান্নাত লাভ করতে হলে দুনিয়ার জীবনে আল্লাহ্ এর নির্দেশনা মোতাবেক জীবন ধারণ করতে হবে। আল্লাহের এবাদাত করতে হবে, আল্লাহ্ এর ইবাদাত করলে আল্লাহ্ আমাদের উপর খুশী হয়ে জান্নাত দান করবেন।
Home
»
»Unlabelled
» আখিরাত..................।।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment