ইসলাম মানুষকে সব সময় শান্তির পথ দেখিয়ে থাকে
এবং শান্তির পথে পরিচালনা করে। ইসলাম একটি পুরনাঙ্গ ধর্ম। এই ধর্মে সকল
প্রকার শান্তি ও সুন্দর জীবন ধারণ সম্পর্কে বলা হয়েছে। নানা রকম নিয়ম কানুন
সম্পর্কে অবগত করা হয়েছে। কুরআন হল সর্ব
শ্রেষ্ঠ ধর্ম গ্রন্থ। এ গ্রন্থে মানব জীবনের সকল সঠিক দিক বলা হয়েছে। কীসে
ভাল কীসে মন্দ সেটা পুঙ্খানু পুঙ্খ ভাবে বিশ্লেষণ করা হয়েছে। সঠিক পথে চলতে
হলে কুরআন মাজিদ পাঠ করা অত্তান্ত জরুরী। ইসলাম গ্রহণ ও কুরআন পাঠ
আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবে এবং সঠিক ভাবে জীবন ধারণে সহায়তা করবে।
আমরা এখন থেকে প্রতিদিন কুরআন পাঠ করব। কুরআন পাঠ করলে আল্লাহ্ আমাদের উপর
খুশী হবে। islam
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment