আমরা মানুষ। আমরা নিজে নিজে সৃষ্টি হই নি। আমাদের সৃস্টি করেছেন মহান আল্লাহ। আমরা যে পৃথিবীতে বাস করছি তাও নিজে নিজে সৃষ্টি হয় নি। এ সুন্দর পৃথিবীও সৃষ্টি করেছেন আল্লাহ তায়ালা। আমাদের জন্য যা যা প্রয়োজন সেসবো তিনিই সৃষ্টি করেছেন। কতো বিশাল এই পৃথিবী। এতে আছে পাহাড়-পর্বত, নদীনালা, খালিবল ও গাছপালা। আছে নানারকম ফলফলাদি ও ফুল-ফসল্। আরও আছে নানারকম পশুপাখি ও জীবজন্তু। এ সবই সৃষ্টি করেছেন মহান আল্লাহ। তিনি এসব সৃষ্টি করেছেন আমাদের জন্য। তিনিই আলোবাতাস, পানি ও মাটি সৃষ্টি করে সকল সৃষ্টিকে বাচিয়ে রাখেন, লালনপালন করেন। আমাদের মাথার উপর আছে দিগন্তজোড়া বিশাল আকাশ। আকাশে আছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র। পৃথিবীর চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় এক একটি নক্ষত্র। আরও আছে অসংখ্য ছায়াপথ। আর নীহারিকাপুঞ্জ। এক সময় এসব কিছুই ছিল না। এসব কে সৃষ্টি করেছেন? এসবও সৃষ্টি করেছেন মহান আল্লাহ। তিনি এসব শুধু সৃষ্টিই করেন নি, অত্যন্ত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণও করছেন এবং সুন্দরভাবে পরিচালনা করছেন। তিনি সকল সৃষ্টির মালিক। তিনি সর্বশক্তিমান। মহান আল্লাহ এক, অদ্বিতীয়। তার কোন শরিক নেই। তার সত্তা ও গুণের সাথে তুলনা করা যায় এমন কোন কিছুই নেই। তিনি অনাদি, অনন্ত। আল্লাহকে বিশ্বাস করা অত্যন্ত যরুরি। আল্লাহ কে বিশ্বাস করে না সে আল্লাহর সৃষ্টি কে ও বিশ্বাস করে না। আল্লাহ সকল সৃষ্টির সৃষ্টি কর্তা। আল্লাহর সকল সৃষ্টি ও আল্লাহকে বিশ্বাস করা একান্ত অবশ্যক।
Home
»
»Unlabelled
» আল্লাহর প্রতি বিশ্বাস....................।।।।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment