এমন কিছু গোনা আছে যে গুলা আল্লাহ তা'আলা সহজে মাফ করবেন না। এসব গুনা আল্লাহ্‌র কাছে খুবই অপছন্দনিয়। এসব গুনাহ থেকে বিরত থাকলে আল্লাহ্‌ খুশি হন। যেমনঃ-
  • খোদার সঙ্গে অপর কাহাকেও শরীক করা। 
  • অনর্থক খুন করা (মন্ত্র-তন্ত্র দ্বারা বান মারিয়া যে কাহাকেও মারা হয় তাহাতেও খুন করার গুনাহ্‌ হইবে।)
  • বন্ধ্যা রমণীর এমন টোট্‌কা করা যে, অমুকের সন্তান মরিয়া যাইবে এবং তাহার সন্তান পয়দা হইবে। ইহাও খুনের শামিল। 
  • মা-বাপকে কষ্ট দেওয়া। 
  • যিনা (ব্যভিচার) করা। 
  • এতীমের মাল খাওয়া; যেমন অনেক স্ত্রীলোক স্বামীর মৃত্যুর পর সমস্ত সম্পত্তির অধিকারিণী হইয়া বসে এবং নাবালেগ ছেলেমেয়েদের অংশে যথেচ্ছা হস্তক্ষেপ করে। 
  • মেয়েদের অংশ (হক) না দেওয়া, সামান্য কারণেই কোন স্ত্রীলোকের উপর যিনার তোহ্‌মত (দোষারোপ) দেওয়া। 
  • কাহারও উপর যুল্‌ম করা। 
  • অসাক্ষাতে কাহারও শেকায়েত করা। 
  • আল্লাহ্‌র রহ্‌মত হইতে নিরাশ হইয়া যাওয়া। 
  • ওয়াদা করিয়া তাহা পুরা না করা, আমানতে খেয়ানত করা। 
  • খোদা তা'আলার কোন ফরয, যেমন-নামায, রোযা, যাকাৎ, হজ্জ ইত্যাদি ছাড়িয়া দেওয়া। কোরআন শরীফ পড়িয়া ভুলিয়া যাওয়া, মিথ্যা কথা বলা, বিশেষতঃ মিথ্যা কসম খাওয়া। 
  • আল্লাহ্‌ ব্যতীত অন্য কাহারও কসম খাওয়া বা এই রকম কসম খাওয়া যে, মরণকালে যেন কলেমা নছীব না হয়, বা ঈমানের সাথে মউত না হয়। 
  • আল্লাহ্‌ তা'আলা ব্যতীত অন্য কাহারও সেজ্‌দা করা। 
  • বিনা ওসরে নামায কাযা করা। 
  • কোন মুসলমানকে বেঈমান কাফের বা খোদার দুশমন বলা বা এই রকম বলা যে, তাহার উপর খোদার লা'নত হউক, খোদার গযব পড়ুক। 
  • কাহারও নিন্দাবাদ, গীবৎ শেকায়েত শোনা, চুরি করা, সুদ খাওয়া, ধান-চাউলের দর বাড়িলে মনে মনে খুশী হওয়া, দাম ঠিক করিয়া আবার পরে কম নেওয়া (যেমন সাধারণতঃ নামের জন্য বড় লোকেরা গরীব লোকদের সঙ্গে করিয়া থকে।) 
  • না-মহরমের কাছে নির্জনে একাকী বসা। 
  • জুয়া খেলা। 
  • কাফেরদের মধ্যে প্রচলিত রেওয়াজ পছন্দ করা। 
  • খাবার কোন জিনিসকে মন্দ বলা। 
  • নাচ দেখা। 
  • গান-বাদ্য শোনা। 
  • ক্ষমতা থাকা সত্ত্বেও নছীহত না করা। 
  • হাসি-তামাশা করিয়া কাহকেও লজ্ঝা এবং অপমানিত করা। 
  • পরের দোষ দেখা ইত্যাদি কবীরা (বড়) গুনাহ্‌। Islamc Life
  • সূত্রঃ বেহেশতি জেওর

0 comments:

Post a Comment